Trending

বাংলার অর্থনীতি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্রভাবে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে এক বছরের মধ্যে হয় রাজ্য সরকার বেতন দেওয়া বন্ধ করে দেবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। কারণ বাংলা নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কী বললেন শুনে নিন পুরোটাই।
উল্লেখ্য রাজ্যপাল ইতিমধ্যেই বাংলার অর্থনীতি ভেঙে যাবার মুখে বলে শোরগোল ফেলে দিয়েছেন। জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এবং একইসঙ্গে শ্বেতপত্র প্রকাশের কথাও জানিয়েছেন। সেই একই সুরে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ঋণ গ্রহণের দিক থেকে রাজ্য সরকার মাত্রা অতিক্রম করে ফেলেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রাজ্য না দেউলিয়া হয়ে যায়। আপনারা কি মনে করেন? মতামত জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ