Trending
বিরোধী নেতা হিসেবে তিনি ছুটছেন রাজ্যের সর্বত্র। প্রতিদিন তো বটেই, ঘণ্টায় ঘণ্টায় তাঁকে নিয়ে চর্চা করেন রাজ্যবাসী। সেই শুভেন্দু অধিকারীর এবার বড়সড় ঘোষণা। সেটা কি? মাসিক ভাতা ৫ হাজার টাকা। সঙ্গে গ্যাস ৪৫০ টাকা, ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা। তবে এই সুবিধে সবাইকার জন্য নয়। কাদের জন্য শুভেন্দু অধিকারী এই এতবড় আপডেট দিলেন? তাঁর বক্তব্য, বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেদিনের পর থেকে তৃণমূল সরকার যাদের মিথ্যে মামলা দিয়ে জেল খাটিয়েছে, তাঁদের সংগ্রামী ভাতা দেবেন শুভেন্দু অধিকারী। বীরভূমের পুরন্দরপুরের সভা থেকে কি বললেন শুভেন্দু, শুনে নিন।
বাইটঃ শুভেন্দু
এখানেই শেষ নয়। তিনি বলেছেন, বিকশিত ভারত গড়ার জন্য বিজেপিকে ভোট দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশ্যে কটাক্ষ ছুঁড়ে বলেন, যাতে তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা যায়। একইসঙ্গে এবারেও শুভেন্দুর গলায় উঠে এলো প্রতিশ্রুতির বন্যা। ফের তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে করা হবে ৩ হাজার টাকা। রাজস্থানের মত গ্যাস পাওয়া যাবে ৪৫০ টাকায়। বিনাপয়সায় চিকিৎসা মিলবে ৫ লক্ষ টাকার। একইসঙ্গে মোদী বচন করলেন। বললেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় তৃতীয়বারের জন্য এলে বিনাপয়সায় রেশন মিলবে ২০২৯ সাল পর্যন্ত। শুনুন কী বলছেন তিনি,
বাইট শুভেন্দু
তবে প্রশ্ন হচ্ছে, এই বিজেপিই তো মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে টুকটাক কটুক্তি করেছিল। তবে মধ্যপ্রদেশেও লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে লাডলি বেহেন যোজনা কাজে দিয়েছে। আপনারা কি মনে করেন, বিজেপি কি সত্যিই ক্ষমতায় এলে প্রকল্পের টাকা বাড়াবেন, নাকি দিনের শেষে প্রতিশ্রুতিই সার হবে? মতামত জানান কমেন্ট বক্সে আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ