Market

অতিমারির দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি থেকে বাদ যায়নি গাড়ি বাজার। এপ্রিল-মে মাসে গাড়ি ব্যবসায় সংকোচন এলেও অবশেষে আবারও গাড়ি বিক্রির চাকা ঘুরতে শুরু করেছে। জুন মাসে দেশে চারচাকা বিক্রির সংখ্যা ২,৩১,৬৩৩ ইউনিট। যার মধ্যে এসইউভি গাড়ির বিক্রি নজর কেড়েছে যথেষ্ট।
এসইউভি গাড়ি বিক্রিতে যেমন সিংহভাগ দখল করে আছে হুন্ডাইয়ের ক্রেটা। তেমনই গ্রাহকদের মধ্যে চাহিদা রয়েছে মারুতি ব্রেজা, টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু এবং কিয়া সেল্টোসের। এর মধ্যে হুন্ডাই ভেন্যুর বিক্রির সংখ্যা ছুঁয়েছে ২০,৯৫০ ইউনিট।
এই প্রত্যেকটি এসইউভি গ্রাহকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তার অন্যতম কারণ এই গাড়িগুলির আউটলুক, তার সঙ্গে রয়েছে আকর্ষণীয় ফিচার যা নিঃসন্দেহে গাড়ি বাজারে ক্রেতাদের মধ্যে চাহিদা তৈরি করতে সক্ষম হয়েছে।
ব্যুরো রিপোর্ট