Daily
বি পি এন ডেস্ক : বুধবার দেশ জুড়ে যখন উদযাপিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস তখন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আগুনের দাপট। গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে আগুন লেগেছে দফায় দফায়। অপরাধীদের নাগাল পেতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু খোঁজ পাওয়া যায় নি তাদের। এরই মধ্যে ফের শুশুনিয়ার চূড়ায় আগুনের শিখা দেখতে পাওয়া গেল বুধবার রাতে। দমকা হাওয়ার কারণে কয়েক ঘণ্টার মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল পাহাড়ের বিভিন্ন এলাকায়। রাতভর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যায় নি আগুন। তারপর বৃহস্পতিবার সকাল থেকে ফের আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন বনদফতরের কর্মীরা। হাত লাগায় পাহাড় ও পরিবেশপ্রেমীদের একাধিক সংগঠন। পাহাড়ের চড়াই-উৎরাই এর জন্য দমকল বাহিনীর কাজ করতে অসুবিধা হচ্ছিল। যদিও বহুক্ষণের চেষ্টায় আগুনের হাত থেকে রক্ষা করা গেছে শুশুনিয়ার প্রকৃতিকে। ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হেক্টর বনভূমি। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যু হয়েছে বেশ কিছু বন্যপ্রাণী এবং পাখির। স্থানীয় দুষ্কৃতীদের হাত আছে কিনা সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। বনজঙ্গল না থাকলে বন্যপ্রাণ বাঁচবে কি করে? প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে যখন বিশ্ব জুড়ে সচেতনতার ঢেউ, তখন বাঁকুড়ার জঙ্গলে দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা প্রমাণ করে দিল মানুষের চোখে অবহেলাতেই রয়েছে বাংলার প্রকৃতি।