Daily

নয়াগ্ৰামের জঙ্গলে ফের হাতি মৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য । শনিবার সকালে নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের টোটাসাই মৌজার ধানী জমিতে স্থানীয় মানুষজন একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতি মরে পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হাজারে হাজারে মানুষ হাতি দেখতে জড়ো হন। খবর পেয়ে বন দফতরের কর্মীরা হাতিটি উদ্ধারের পাশাপাশি এর মৃত্যুর কারণও জানার চেষ্টা করছেন।
উল্লেখ্য, জঙ্গলমহলের বিভিন্ন্ জায়গায় কয়েকটি দলে বিভক্ত হয়ে বেশ কিছু দলমার হাতি নিয়মিত বসবাস করছে। হাতিগুলো মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে নয়াগ্ৰাম, গোপীবল্লভপুর , সাঁকরাইল সহ গ্রামগুলোতে হানা দিচ্ছে। হাতির আক্রমণে ক্ষয়ক্ষতির সম্মুখীন স্থানীয় মানুষের সম্পত্তি ও ফসল । হাতির নিত্য হানায় যেমন অতিষ্ঠ এলাকার মানুষ তেমনি বন দফতরের কর্মীরাও।
বন দফতর সূত্রের খবর, হাতিগুলো সাঁকরাইলের বনাঞ্চল পেরিয়ে আগের দিন সুবর্ণরেখা নদী পার হয়ে নয়াগ্ৰামের তপোবন এলাকায় অবস্থান করছিল। তপোবনে এদিন হাতির দলটিকে সারাদিন গাইড করছিল বন দফতরের কর্মীরা। কিন্তু সকালে ঐ নয়াগ্ৰামের বড়খাকড়ি অঞ্চলের টোটাসাই মৌজায় হাতি মারা যাওয়ায় চিন্তায় নয়াগ্ৰাম রেঞ্জের আধিকারিকরা। হাতি মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত । এদিকে দিনের পর দিন জঙ্গল মহলে হাতি মৃত্যু ঘটায় প্রশ্নের মুখে পড়েছে বন দফতর।
ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট