Daily

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদার কালিয়াচকের মিলিক সুলতানপুর থেকে এক চিনা ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হান জুনেই।
জানা গিয়েছে, হান জুনেই নিজে একজন ওয়ান্টেড চীনা নাগরিক। যে প্রায় চারবার ভারত সফর করে ফেলেছে ভারতীয় ভিসা ছাড়াই। দিল্লির গুরগাঁওতে জুনেইয়ের রয়েছে একটি হোটেল।
হান জুনেইয়ের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশী ভিসা সহ চীনা পাসপোর্ট, একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, একটি বাংলাদেশী সিম কার্ড, একটি ভারতীয় সিম কার্ড এবং ২টি চাইনিজ সিম কার্ড।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে তার ব্যবসায়ীক অংশীদার সান জিয়াং-কে গ্রেপ্তার করে লখনৌয়ের সন্ত্রাস বিরোধী স্কোয়াড বা এসটিএফ। অভিযোগ দায়ের করা হয়েছে হান জুনেইয়ের স্ত্রীর বিরুদ্ধেও।
বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জানিয়েছে, আটক হান জুনেই একজন ওয়ান্টেড অপরাধী এবং ভারতের সকল গোয়েন্দা সংস্থা এই তদন্তে একযোগে কাজ করে চলেছে।
ঢাকা থেকে ঋদি হক এবং মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট