Daily

অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দেশের হয়ে নিয়ে এসেছেন নানা সম্মান। কিন্তু তিনিই কিনা জড়িয়ে পড়লেন অপরাধ চক্রের সঙ্গে। সেখান থেকেই আজ তাঁর প্রাণ সংশয় হতে পারে বলে মনে করছে দিল্লি পুলিশ। তিনি কুস্তিগির সুশীল কুমার। জুনিয়র কুস্তিগির সাগর রানার মৃত্যুর পর থেকেই যিনি পালিয়ে বেরাচ্ছিলেন পুলিশের হাত থেকে।
জানা গিয়েছে, প্রোমোটিংয়ের কাজ করার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার কালা জাঠেরির দলের সঙ্গে। যে কালা জাঠেরি একবার বিখ্যাত বলিউড অভিনেতা সলমন খানকে খুন করার হুমকি দিয়েছিল। কিন্তু কড়া নিরাপত্তার জেরে তা সম্ভব হয়নি। এবার তাদের লক্ষ্য হয়েছে সুশীল কুমার। কারণ কালা জাঠেরির দুই বিশ্বস্ত অনুচর লরেন্স এবং বিষ্ণোই এখন পুলিশের হাতে। এদিকে সুশীল কুমার বেশ কিছুদিন ফেরার থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে যান। তারপর থেকেই নাকি অপরাধ চক্রের এই কুখ্যাত গ্যাং সুশীল কুমারকে প্রাণে মেরে দিতে চায়। কারণ, তাদের সন্দেহ পুলিশি জেরায় সুশীল কুমার হয়ত কালা জাঠেরির অনেক কিছুই বলে দিতে পারে। তাই দিল্লি পুলিশও সুশীলের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
অলিম্পিকের দু’বার পদকজয়ী এই কুস্তিগির খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়ার পর থেকেই সুশীলের থেকে কেড়ে নেওয়া হয়েছে রেলের চাকরি। কুস্তি ফেডারেশনের বার্ষিক চুক্তি থেকেও তাঁকে বের করে দেওয়া হয়েছে। এখন অপরাধ জগতের কালো হাত আদৌ কি সুশীল কুমারের জন্য সত্যিই প্রাণঘাতী হয়ে উঠবে? সেইদিকেই কড়া নজরদারি রয়েছে দিল্লি পুলিশের।
ব্যুরো রিপোর্ট