Jobs
সুপ্রিম রায়ে নয়া মোড়। বাতিল হল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। একেবারে ধূলিসাৎ হয়ে গেল ৩,৯২৯ জনের চাকরি পাওয়ার স্বপ্ন। ২০১৪ সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩,৯২৯ টি পদে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট।
২০১৪ সালে বঞ্চিত টেট উত্তীর্ণদের একটি মামলায় অয়েটিং লিস্টে ৩ হাজার ৯২৯ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ। দারস্থ হয় সুপ্রিম কোর্টের। আর সেখানেই খারিজ করে দেওয়া হয় বিচারপতি গঙ্গপাধ্যায়ের এই নির্দেশ।
এখন চাকরিপ্রার্থীদের প্রশ্ন, মামলা না করে চাকরির পথে কেন হাঁটল না পর্ষদ? ২০১৪-র চাকরিপ্রার্থীরা ধর্নাতলায় বসে রয়েছেন। করুনাময়ীতে রাত জেগে আন্দোলন করলে তাদের টেনে-হিঁচড়ে পুলিশ বাহিনী দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া যায়। আর তাদের চাকরি দেওয়া যায় না? এই চাকরিগুলো হলে তো তাদের পাশে দাঁড়ান যেত। কিছু শিক্ষিত বেকারের সুরাহা হত। মন্তব্য তাদের।
উল্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের রায়কে খোঁচা দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমর্থন জানিয়েছেন সুপ্রিম রায়কে। অশুভ উদ্দেশ্য সফল হয়নি বলে মন্তব্য ব্রাত্যর। চাকরি দেওয়ার উদ্দেশ্যকে কীভাবে অশুভ বলা যায়? প্রশ্ন বঞ্চিত চাকরিপ্রার্থীদের।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ।