Market

বাড়ছে বিলাসবহুল গাড়ির বিক্রি। এক কোটি টাকা বা তার বেশি দামের গাড়ি বিক্রি অনেকটা মসৃণ হওয়ার কারণে মনে করা হচ্ছে দেশীয় বাজার ক্রমশই চাঙ্গা হচ্ছে। অতিমারির দ্বিতীয় ঢেউতেও যে ব্যবসা বাণিজ্যে সেইভাবে সংকোচন হয়নি, গাড়ি বিক্রি তারই প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক, অতিমারিতেও আর্থিক লাভ, সংস্থাগুলির নেওয়া ঋণ পরিশোধ, নতুন নতুন সংস্থার উত্থান এই সবই যেন ভারতের গাড়ি বাজারে বিলাসবহুল গাড়ি বিক্রি অনেকটাই চাঙ্গা করে দিয়েছে। জানা গিয়েছে, ২০২০ সালে প্রতি ১০ দিনে ভারত পেয়েছে নতুন বিলিয়নেয়ার। বর্তমানে দেশে মিলিয়নেয়ারের সংখ্যা ২৫০-র বেশি।
গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের কর্পোরেট বাজার এখন যথেষ্ট চাঙ্গা। অতিমারির মধ্যেও এই কর্পোরেট সংস্থাগুলি নিজেদের গ্রাফ যথেষ্ট বাড়িয়েছে। অন্যদিকে শেয়ার বাজারে সূচক ওপরের দিকে থাকার কারণে বিলাস বহুল গাড়ি কিনতে ক্রেতারা খুব একটা দ্বিধা করছেন না। সেই ছবিই প্রতিফলিত হয়েছে ভারতের গাড়ি বাজারে।
ব্যুরো রিপোর্ট