Prime
Daily
সুন্দরবনে আছড়ে পড়বে ‘যশ’
By Business Prime News | May 18, 2021
Daily
আম্ফানের স্মৃতি ম্লান হয়নি রাজ্যবাসীর। বঙ্গভূমিকে তছনছ করে দেবার পাশাপাশি বহু মানুষের জীবনও ছাড়খাড় হয়ে গেছিল আম্ফানের ঝোড়ো ব্যাটিংয়ে। এবার তেমনই এক অশনি সংকেত ঘনাতে চলেছে রাজ্যের ওপর। জানাল আবহাওয়া দফতর।
শোনা যাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক শক্তিশালী নিম্নচাপের। যা ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। এবং আছড়ে পড়তে পারে সুন্দরবনের ওপর। যদি সেই ঘূর্ণাবর্ত সত্যিই ধেয়ে আসে তবে তার নাম হতে পারে ‘যশ’। জানা গিয়েছে, চলতি মাসের ২৩ তারিখ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যশের। তবে এবার পশ্চিমবঙ্গের ওপর তেমন একটা প্রভাব ফেলবে না। সুন্দরবন থেকে সে রুট বদলে ছুটবে বাংলাদেশের দিকে।
ব্যুরো রিপোর্ট