Daily

মঙ্গলবার আছড়ে পড়তে চলেছে সাইক্লোন তাওকতে। হাওয়া দপ্তরের পূর্বাভাস, গুজরাত উপকূলকেই বেছে নিয়েছে এই শক্তিধর সাইক্লোনটি। পাঁচটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
কোভিড ঝড়ের মাঝেই সাইক্লোন। আছড়ে পড়তে চলেছে প্রধানমন্ত্রীর জন্মরাজ্য গুজরাতে। ইতিমধ্যেই গুজরাত এবং দিউ উপকূলকে ‘সাইক্লোন নজরদারি’তে আনা হয়েছে। তৎপর হয়েছে প্রশাসন। শনিবার সন্ধ্যায় সাইক্লোন নিয়ে মিটিংও সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুজরাত উপকূলের পোরবন্দর এবং নালিয়ার মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরিস্থিতির দিকে খেয়াল রেখে গুজরাত সহ মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুকে সতর্ক করা হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ব্যপক বৃষ্টি শুরু হয়েছে। ভূমিধ্বসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ব্যুরো রিপোর্ট