Daily

তান্ডবলীলা দেখাতে শুরু করে দিয়েছে সাইক্লোন তাওকতে। প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে গুজরাত উপকূলের দিকে।
তাওকতের তান্ডবে মৃত্যু হয়েছে কর্ণাটকের ৪ জনের। কেরলেও মৃত্যু হয়েছে ২ জনের। দিল্লির হাওয়া অফিস জানিয়েছে, তাওকতে শক্তি সঞ্চয় করে সোমবারেই আছড়ে পড়বে গুজরাতের পোরবন্দর এবং নালিয়ার মধ্যবর্তী কোন উপকূলবর্তী এলাকায়। গুজরাত ও দিউ উপকূলে ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
রবিবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে মুম্বই এবং সংলগ্ন এলাকায়। ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে কঙ্কন উপকূল সহ পশ্চিম মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চলে। গুজরাতের অবস্থাও বেশ সঙ্গীন হতে পারে। আঘাত এসেছে গোয়ার ওপরেও।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা চিকিৎসায় যাতে প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ব্যুরো রিপোর্ট