Daily

উজ্জ্বল হতে হতে একটা সময় মৃত্যু হবে সূর্যের। এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন গবেষকরা। যত দিন যাবে, ততই ফুলে ফেঁপে উঠবে সূর্যের অন্দরমহল। উজ্জ্বল হবে সূর্য। আর এই উজ্জ্বলতার প্রভাব পড়বে তার বাইরের মহলেও। প্রবাভিত হবে, সৌর সংসার।
সূর্যের মৃত্যু হলে কি হবে সৌর সংসারের? তছনছ হয়ে যাবে সৌর জগৎ। পৃথিবী সহ সমস্ত গ্রহ হয়ে যাবে এক মুঠো ছাই। অপেক্ষা আর মাত্র ৪৫০ কোটি বছরের। মানুষের হিসেবে এই সময়কাল দীর্ঘ মনে হলেও, ব্রহ্মাণ্ডে কোনো নক্ষত্রের অস্তিত্বের জন্য এই সময়কাল ‘ মাত্র ‘-ই বটে! কিন্তু গবেষকদের গবেষণা কেনো বলছে, যে সূর্য নিভে যাবে?
অনবরত সূর্যের মধ্যে ঘটে চলেছে হাইড্রোজেন ফিউশন রিয়েকশন। যার ফলে ক্রমেই লাল রাক্ষসে পরিণত হবে সৌরজগতের ধারক, সূর্য। হাইড্রোজেন ফিউশনের অন্তিম মুহূর্তে বাঁচানো যাবেনা গ্রহপুঞ্জকে। আর যার প্রভাব পড়বে পৃথিবীর জলবায়ুর উপর। বাড়বে গরম, কার্বন ডাই অক্সাইডের মাত্রা, শুকিয়ে যাবে জল। বিলীন হয়ে যাবে প্রাণের অস্তিত্বও। ক্রমেই আমাদের পরিচিত গ্রহ, অপরিচিত হতে থাকবে।
সূর্যের আকার বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সৌরজগতে। যে কিনা জন্মদাত্রী, সেই হয়ে উঠবে হত্যাকারী। ব্রহ্মাণ্ডেই কোথাও নগণ্য বিন্দুতে পরিণত হবে সাজানো গোছানো সূর্যের সৌরজগৎ।
ব্যুরো রিপোর্ট