Trending
ভারতীয় ফুটবলের আরও এক সোনালি অধ্যায়ের সমাপ্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন পোস্টার বয় সুনীল ছেত্রী। ফুটবল জীবনের শেষ ম্যাচ খেলবেন কোলকাতায়। সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের মুখেই তাঁর অবসর গ্রহনের কথা জানালেন কিংবদন্তী খেলোয়াড়। একইসঙ্গে আবেগে ভাসলেন তিনি।
বাইচুং ভুটিয়া তাঁর যোগ্য ব্যাটেল তুলে দিয়েছিলেন সুনীলের হাতে। নিজের জামানায় ভারতীয় ফুটবলকে এক অন্যমাত্রা দিয়েছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের হয়ে ১৫০ টা ম্যাচ। আর সেই ম্যাচে ৯৪ টা গোল, নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য একটা মাইলস্টোন। কেন মাইলস্টোন? কারণ আন্তর্জাতিক ফুটবলের ডেটা অনুযায়ী, সর্বোচ্চ গোলদাতাদের নিরিখে বিশ্বের মধ্যে সুনীল ছেত্রির নাম রয়েছে চতুর্থ স্থানে।
এখন তাঁর অবসরের পালা। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিও বার্তায় নিজের অবসর গ্রহনের কথা ঘোষণা করেছেন তিনি। তবে, ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক মহলে তুলে দিতে নিজেকে তিনি ঠিক কতটা উজার করে দিয়েছেন, তা গোটা বিশ্ব দেখেছে। স্বাভাবিকভাবেই জুনে তাঁর অবসর গ্রহনের খবর পেয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হয়েছে ভারতীয় ফুটবল মহলে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ