Daily
সর্বভারতীয় বাঘশুমারির কাজ গতকাল থেকে শুরু করে দিল সুন্দরবনের বন দফতর। ৭৪৮টি জায়গায় ১৫৯৬টি ক্যামেরা আগামী ৩৯ দিন ধরে নজরদারি চালাবে সুন্দরবনের বাঘেদের উপর। তার ভিত্তিতেই বেরিয়ে আসবে কম্পিউটার অ্যানালিসিসের মাধ্যমে, সুন্দরবনে বাঘের সংখ্যা কত। গতকাল সেই কাজেই হাত দিল বন দফতর। সজনেখালি, পিরখালির বিভিন্ন জঙ্গলে মোট ২টি করে ক্যামেরা বসাচ্ছে বন দফতর। বর্তমানে সরকারি ঘোষণা অনুযায়ী সুন্দরবনে বড় বাঘের সংখ্যা ৯৬টি। তবে বন দফতরের কর্তারা আশা করছেন, ২০২১-২২ সালে সেই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বন দফতর ক্যামেরার সামনে বাঘেদের আনতে টোপ হিসেবে ব্যবহার করছে ডিম ও মাংসের এক বিশেষ মিশ্রণ। যার গন্ধে বাঘ আকৃষ্ট হবে ক্যামেরার সামনে আসতে।
দেখুন সেই এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইম নিউজে। কিভাবে বন কর্মীরা বন্দুকের ঘেরাটোপে ক্যামেরা বসানোর কাজ করছেন সুন্দরবনের দুর্ভেদ্য জঙ্গলে।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে বাঘশুমারিতে অবশ্য ছোট বা বাচ্চা বাঘের সংখ্যাকে ধরা হয়না। বিগত বেশ কয়েক বছর ধরে বাঘশুমারির ক্ষেত্রে পায়ের ছাপ কিংবা বাঘের মলের ডিএনএ অ্যানালিসিসের পরিবর্তে ক্যামেরা ট্র্যাপ অনেকটাই বেশি কার্যকরী হয়েছে।
চলতি বছরের লক ডাউনসহ বিভিন্ন কারণে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা কম থাকায় বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে সর্বত্র। সাম্প্রতিক দিনগুলিতে যেভাবে সুন্দরবনের বাঘ প্রকাশ্যে এসে পড়ছে কিংবা মৎস্যজীবীদের আক্রমণ করছে, তা থেকে এ কথা পরিষ্কার যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন বন দফতরের একাংশ। আগামী ৩৯ দিন পরে কী পরিসংখ্যান বেরিয়ে আসে সেটাই এখন দেখার।
দীপান্বিতা দাস
দক্ষিণ ২৪ পরগনা