Daily

দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের আওতাধীন সুন্দরবনে শুরু হল বাঘ শুমারির কাজ। মঙ্গলবার রায়দিঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে বনবিবির পুজো দিয়ে হেড়োভাঙা-৮ জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। বন বিভাগ জানিয়েছে, ১৬১ জোড়া ক্যামেরা বসানো হবে গহীন অরণ্যের বিভিন্ন পয়েন্টে। আগামী চার দিন ধরে অন্য রেঞ্জগুলিতে চলবে এই কাজ। আপতত ১০০ জন বনকর্মী ৮টি দলে ভাগ হয়ে এই কাজ করবে। ক্যামেরার মাধ্যমে ছবি ওঠার পাশাপাশি জানাযাবে বাঘের অবস্থানও। টানা ৩৫ দিন ছবি ওঠার পর বাঘেদের সংখ্যা জানা যাবে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ব্যাঘ্র শুমারিতে বন বিভাগের আওতাধীন জঙ্গলে মোট ২৭টি। এবারের শুমারিতে সেই সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী বন কর্তারা।
নবাব মল্লিক
রায়দিঘি