Daily
বি পি এন ডেস্কঃ সুন্দরবন। যেখানে প্রতিনিয়ত তৈরি হয় বাঘে-মানুষে লড়াইয়ের সম্ভাবনা। অনিশ্চয়তাকে সঙ্গী করেই পেটের টানে মধু বা কাঁকড়া সংগ্রহের জন্য স্থানীয় বাসিন্দারা জঙ্গলের গভীরে যেতে বাধ্য হন। আর বারবার মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে হয় তাঁদের। জীবন বাজি রেখে জীবিকার এই ছবি পাল্টাতে সুন্দরবনের বহু মানুষই বেছে নিয়েছিলেন অন্য পথ। রুজিরোজগারের আশায় তাঁরা পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু করোনা তাঁদের ফেলে দিল সেই জাঁতাকলে। কাজ হারিয়ে ফিরে আসার পর মধু-কাঁকড়া সংগ্রহকেই বেছে নিতে হল দুবেলা দুমুঠোর জন্য। সুন্দরবনের লাহিড়ীপুর তেমনই একটি ছোট্ট দ্বীপ। যেখানে উন্নয়নের ছোঁয়া লাগলেও সেখানকার মানুষেরা চাইছেন কাজ। এমন একটি কাজ যে কাজের জন্য অন্তত বাঘের সঙ্গে লড়াই না করতে হয়। কাজ হারানোর কারণে বহু অদক্ষ মানুষকেও সংসার চালাবার জন্য যেতে হচ্ছে গভীর জঙ্গলে। মরণ-বাঁচনের এই খেলা যেন দ্বীপের মানুষগুলোর কাছে একরকম বিভীষিকা। তাঁরাও ভোট দেবেন, তবে উন্নয়ন নয় ঝুঁকিহীন কর্মসংস্থানের আশায়।