Daily
জাওয়াদ যেতে না যেতেই বিষফোঁড়ার মত গ্রামে ঢুকল বাঘ। তাও আবার ধানের ক্ষেতে লুকিয়ে রয়েছেন তিনি। সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের মইপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রামের একটি ধানক্ষেতে ঢুকে পড়ে বাঘ। স্থানীয় চাষিরা মাঠে ধান কাটতে গিয়ে টের পান বাঘের উপস্থিতি। শুনুন প্রত্যক্ষদর্শীদের মুখে সেই কাহিনী।
ধানের ক্ষেতে বাঘ ঢুকতেই দাবানলের মত খবর ছড়িয়ে যায় কোস্টাল থানা এবং বন দফতরে। প্রচুর মানুষ ভিড় করতেই পুলিশের পক্ষ থেকে শুরু হয় মাইকিং। অন্যদিকে বন দফতর মাঠ জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে। ঘুমপাড়ানি বন্দুক নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বন দফতরের কর্মীরা। তবে বাঘটিকে ধরার তোড়জোড় শুরু হলেও মইপীঠের সর্বশেষ পরিস্থিতি টেলিফোনে জানালেন আমাদের প্রতিনিধি।
দীপান্বিতা দাস
দক্ষিণ ২৪ পরগনা