Daily

মেয়াদ ফুরনোর আগেই দাঁড়ি টানল দল। রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়া হল দিলীপ ঘোষকে। বঙ্গ বিজেপির দায়িত্ব সামলানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিল সুকান্ত মজুমদারকে। যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বটানিতে পিএইচডি করেছেন।
এদিকে দিলীপ ঘোষকে আর বাংলার দায়িত্ব নয়। তাঁকে বসানো হল মুকুল রায়ের চেয়ারে। তাঁকে দেওয়া হল দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ। উল্লেখ্য, দিলীপ ঘোষের উত্তরসূরি কে হবেন সেই নিয়ে জল্পনা চলছিলই। উঠে এসেছিল লকেট চট্টোপাধ্যায়ের নামও। কিন্তু অবশেষে বিজেপির রাজ্য সভাপতি হলেন উত্তরবঙ্গের সুকান্ত। জানা গিয়েছে, দলের তরফে নাম চাওয়া হলে দিলীপ ঘোষ সুকান্তর নাম কেন্দ্রের কাছে পাঠান। দলের বড় দায়িত্ব পেয়ে সুকান্ত মজুমদার আপাতত প্রস্তুত। রাজ্যে দিলীপ ঘোষের তৈরি করা ভিতের উপরেই বঙ্গ বিজেপিকে আরো মজবুত করবেন সুকান্ত। আপাতত বাংলার রাজনীতিতে পদ্মফুল ফোটানোর আশাতেই কোমড় বেঁধে নামছেন সুকান্ত।
ব্যুরো রিপোর্ট