Trending

ফের বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এনডিএ সরকার গঠন করলে আগে জেলে পুরবে অভিষেককে। সাংবাদিক সম্মেলনে বসে এমনই হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার।
এর পাশাপাশি তিনি এও জানান যে, এবারের ভোটে নাকি সবচেয়ে বেশি হিংসা ছড়িয়েছে তৃণমূল। কী বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন।
প্রসঙ্গত, নির্বাচনের পরবর্তী আবহে হিংসার পরিবেশ বেড়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি সন্দেশখালিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। আর সেখানে গিয়েও আক্রান্ত হন তিনি,। অভিযোগ ভোট পরবর্তী সময়ে হিংসার বাতাবরণ তৈরি করেছে তৃণমূল। বীরভূমের সিউরিতেও বিজেপি কর্মীদের বাড়িতে ভাংচুরের ঘটনা সামনে এসেছে। তা নিয়েও মুখ খলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ