Daily
এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাবুল এয়ারপোর্টে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের অশোকনগরের সুজয় দেবনাথ। সুজয় ন্যাটো সৈন্যদের ক্যাটারিং সার্ভিসের নিযুক্ত ছিল কাবুলে। কাবুল এয়ারপোর্টে দাঁড়িয়ে কাতর আর্তি জানাচ্ছেন সরকারের কাছে। বাড়ি ফেরার জন্য। শুনুন সুজয়ের বক্তব্য কাবুলের পরিস্থিতি যে কতটা মারাত্মক তা ধরা পড়ল এই যুবকের গলায়। ইনি সুজয় দেবনাথ। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগরের ইজি কলোনিতে। আমেরিকান সেনাবাহিনীর বিশেষত ন্যাটো বাহিনীর ক্যাটারিং সার্ভিসের কর্মরত ছিলেন কাবুলে। মার্কিন সৈন্যরা দেশে ফিরে গেলেও বাড়ি ফিরতে পারছেন না সুজয়ের মত আরও অনেকে। এমনকি ভারতীয় দূতাবাসও শুনছে না সুজয় দের মত অনেক ভারতীয়র কাতর কন্ঠ। আজ দুপুরে কাবুল এয়ারপোর্টে দাঁড়িয়ে ভারত সরকার ও রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন সুজয়। শুনুন কি বলছে সুজয়
ব্যুরো রিপোর্ট