Daily

আবার দমকল বিভাগের দায়িত্ব দেওয়া হল মন্ত্রী সুজিত বোসকে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় দমকল বিভাগ সামলানোর দায়িত্ব দেন বিশ্বস্ত সৈনিক সুজিত বোসকেই। আজ সল্টলেক বিকাশ ভবনে দমকল দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।
পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ও ইমারজেন্সি সার্ভিসের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর পদ দেওয়া হল বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজিত বোসকে। দায়িত্বভার নেবার সময় সেখানে উপস্থিত ছিলেন ডিজি ফায়ার, প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্যান্য অধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সুর টেনেই তিনি বলেন, তাঁর এখন প্রথম এবং প্রধান কাজ কোভিডের বিরুদ্ধে লড়াই করে যাওয়া।
মানস চৌধুরী, কলকাতা