Daily

বিক্ষোভ, অবরোধ, বিতর্ক। শেষে কৃষকের আত্মহত্যা। এসব নিয়ে বরাবরই খবরের শিরোনামে থেকেছে কৃষক আন্দোলন। তবে জানেন কি? করোনার সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন ব্যবসায়ীরা।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বলছে, ২০১৯ এর তুলনায় ছোট-মাঝারি মিলিয়ে সব ধরনের ব্যবসায়ীর মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। যা কিনা কৃষক আত্মহত্যার চেয়ে ঢের বেশি। কারণ? করোনাকালীন চরম অথনৈতিক সংকট। ২০২০ সালের অর্থনৈতিক সংকটের কারণে যেখানে আত্মহত্যাকারী কৃষকদের সংখ্যাটা ১০৬৭৭, সেখানে আত্মহত্যাকারী ব্যবসায়ীর সংখ্যাটা ১১,৭১৬। শুধুমাত্র ২০১৯ থেকে ২০২০ তেই এই প্রবণতা বেড়েছে ২৯%।
কৃষকদের তুলনায় ব্যবসায়ীদের আত্মহত্যার প্রবণতা বরাবরই কম। তাই এর আগে ব্যবসায়ীদের এত আত্মহত্যা দেখেনি দেশ। আসলে এত বড় আর্থিক বিপর্যয়ও তো ঘটেনি এর আগে। আর এই দেড় বছরের পরিস্থিতি, অতিমারী, লকডাউন, আর্থিক সংকট -গোটা দেশের চালচিত্রটাই ওলটপালট করে দিয়েছে।
আসলে, এই কদিনে সবচেয়ে বেশি মার খেয়েছেন ক্ষুদ্র আর মাঝারি ব্যবসায়ীরা। অনেকে বাধ্য হয়েই ব্যবসা বন্ধ করেছেন। আর অনেকে লোন শোধ করতে পারেননি বলে ব্যবসা বন্ধ করতে হয়েছে। ভালো ফসল না হওয়ায় কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যেমন রয়েছে, তেমনই ছোট ব্যবসায়ীরাও বড্ড বেশি বিপন্ন বোধ করছেন। অতিমারীতে তাদের সংকট আরও স্পষ্ট হলো বলেই অভিমত বিশেষজ্ঞদের।
ব্যুরো রিপোর্ট