Trending
এপার বাংলায় রাঁধুনি গেলেন, ওপার বাংলার রাঁধুনির কাছে। তারপর যে এই পরিস্থিতি তৈরি হবে সেটা আর কে ভেবেছে? এমনিতেই সুদীপা রান্নাঘর থেকেই যতটা সম্ভব টিআরপি কেড়েছিলেন। সৌজন্যে ছিল মা, কাকিমাদের চ্যানেল ঘুরিয়ে জীবন মানেই জি বাংলা দেখতে বসা। সুদীপা যেভাবেই হোক টিআরপি টেনেছিলেন শাক, সব্জি, মাছ এবং মাংসের নানারকম লোভনীয় খাবার তৈরি করে। তার সঙ্গে বিতর্ক জুড়ে দিত অন্য মাত্রা। তার জেরে এক-দুবার হয়ত টিআরপি পড়েও যায় কিন্তু রান্নাঘরে সুদীপাই ছিলেন। কিন্তু নিজের হেঁশেল ছেড়ে অন্যের হেঁশেলে গেলেন, ব্যস তারপরেই একেবারে রে রে করে উঠল সব।
গেছিলেন বাংলাদেশে। সেখানে সুদীপা আমন্ত্রিত হয়েছিলেন, মানে সুদীপার রান্নাঘর বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে ছিল। অনুষ্ঠানের নাম রাঁধুনি। বাংলাদেশের এই অনুষ্ঠানে তিনি ছিলেন অতিথি। এই অনুষ্ঠান হোস্ট করেন তারিন জাহান। ঈদের গা ঘেঁষেই অনুষ্ঠান ছিল। ফলে বিফ কোফতা বানানোর একটা প্ল্যান প্রোগ্রাম করেছিলেন তিনি। রান্না করার পর সুদীপাকে ডেকে ঐ বিফ কোফতা চেখে দেখার অনুরোধ জানান ঐ হোস্ট। ব্যস, পুরো অনুষ্ঠানটাই মাটি হল। কারণ হিন্দুদের রোষানলে পড়লেন সুদীপা। শুধু তাঁকেই নয়, কন্ট্রোভারসিতে টেনে আনা হয় তাঁর শিশুপুত্রকেও। বিষয়টা এতটাই হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে যে খোদ সুদীপাকেই নামতে হয় ময়দানে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, তিনি ঐ পদ চেখেও দেখেন নি বরং তারিন সেটি চেখে দেখেছেন। পরিস্থিতি বেগতিক দেখে সুদীপা বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত পাওয়া মানুষেরা সুদীপার কোন কথাই শোনেন নি। সর্বত্র ট্রোলড হতে থাকেন তিনি।
এখানেই বলি, সুদীপা রান্নাঘর সামলেছেন ২০০৫ সাল থেকে। টানা ১৩ বছর তিনি এই অনুষ্ঠান সামলেছেন। ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠানটি রমরমিয়ে চলে। তারপর মাঝে বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন তিনি। তখন রান্নাঘর সামলেছেন অপরাজিতা আধ্য, উশশি রায়ের মত জনপ্রিয় তারকারা। সুদীপা ফের রান্নাঘরে আসেন ২০২০ সালে। এর সর্বশেষ এপিসোডটি এয়ার হয় ২০২২ সালে। এরপর জি বাংলায় সুদীপা কামব্যাক করেছিলেন সুদীপার সংসার নিয়ে। এরই মাঝে বাঁধল এই বিপত্তি। সুদীপাকে নাকি চ্যানেল থেকেই বয়কট করা হয়েছে। পাচ্ছেন মৃত্যু হুমকি। কিন্তু এতো এতো মানুষের প্রিয় সুদীপা সংসার আর রান্নাঘর থেকে বয়কট হয়ে গেলে কী করবেন তিনি?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ