Prime
Daily
আচমকাই মেট্রো লাইনে ধস, ধীর গতিতে চলছে মেট্রো
By sanchitabpn21 | August 13, 2021
Daily
আচমকাই মেট্রো লাইনে ধস, ধীর গতিতে চলছে মেট্রো। নোয়াপাড়া-দক্ষিনেশ্বর লাইনে আচমকাই ধস নামার জেরে বাড়ছে আতঙ্ক।
এদিন সকালবেলা নোয়াপাড়া মেট্রো লাইনে প্রায় ২০০ মিটার এরিয়া জুড়ে ধস নামে। ফলে স্বাভাবিকভাবেই ধীর গতিতে চলছে মেট্রো। ধসের জেরে সিসিআর ব্রিজের ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছোন মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুত গতিতে চলছে মেট্রো লাইন মেরামতির কাজ। ধসের কারণ খতিয়ে দেখছে ইঞ্জিনিয়াররা।
মেট্রোর গতি মন্থর, ফলে গন্তব্যস্থানে সময়ে পৌঁছতে না পারায় চরম ভোগান্তিতে যাত্রীরা। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করার দিকটিও দেখছেন তারা।
ব্যুরো রিপোর্ট