Trending

মঙ্গলবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট। তার মধ্যে রয়েছে কিছু প্রথম সারির আন্তর্জাতিক সংবাদ সংস্থার ওয়েবসাইটও। ওয়েবসাইটগুলো খুলতে গেলেই পেজে লেখা আসছিল ‘Error 503’। এই এরর মেসেজ যে ওয়েবসাইটগুলিতে দেখা গেছে তার মধ্যে রয়েছে বিবিসি নিউজ, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের মত একাধিক প্রথম সারির সংবাদ সংস্থা। এছাড়াও বন্ধ হয়ে গেছিল অ্যামাজন, রেডিট স্পটিফাইয়ের মত সংস্থার ওয়েবসাইট।
জানা গিয়েছে, আমেরিকার ক্লাউড কম্পিউটিং সার্ভিস সংস্থার কোন ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়। যে কারণে এই প্রভাব পড়েছে ওয়েবসাইটগুলিতে। সাধারণত 503 এরর দেখায় যদি কোন কারণে সার্ভারে এই ধরণের সমস্যা তৈরি হয়ে থাকে। যদিও ঠিক কি কারণে একাধিক ওয়েবসাইটের পাতা এভাবে বন্ধ থাকল তার কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে ‘ফাস্টলি’ নামক নামের ঐ ক্লাউড কম্পিউটিং সার্ভিস সংস্থা জানিয়েছে, তারা বিষয়টি পরীক্ষা করে দেখছে। ভারতীয় সময় সাড়ে তিনটে নাগাদ বন্ধ হয়ে যায় এই সকল ওয়েবসাইটের পাতা।
ব্যুরো রিপোর্ট