Daily

কালবৈশাখীর তান্ডবে বিধ্বস্ত শিলিগুড়ি। বৃহস্পতিবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে থাকে। ক্রমে ঝড়ের গতি বেড়ে পৌঁছায় ১২০ কিমি’তে । ঝড়ের দাপটে বহু জায়গায় উপড়ে পড়েছে গাছ। বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রাস্তা যেমন হিলকার্ট রোড, সেবক রোড, এস এফ রোড ও বর্ধমান রোডে গাছ পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। উপড়ে পড়া গাছ কেটে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। শিলিগুড়ির প্রায় প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে গাছ পড়ে যাওয়ায় তৎপরতার সঙ্গে কাজ করছেন সাফাই কর্মীরা। শিলিগুড়ির আশেপাশের এলাকাতেও কালবৈশাখী রেখে গেছে তার দাপুটে ছবি।
উৎপল পোদ্দার, শিলিগুড়ি