Daily
ঢাকার মগবাজারের বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো নারায়ণগঞ্জে। ঢাকা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ঢাকা-সিলেট জাতীয় সড়কের কাছে রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ডে এখনো পর্যন্ত ৫৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে দমকল সূত্রে।
অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি ধরা পরল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়। বাংলাদেশের বিখ্যাত জুস ব্র্যান্ড সেজান জুস কারখানায় আগুন লাগে বৃহস্পতিবার বিকেলের দিকে। দমকলের ১৮ ইঞ্জিন ২০ ঘন্টার চেষ্টায় শেষপর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের ডেপুটি ডাইরেক্টর দেবাশীষ বর্ধন জানিয়েছেন, ছাদের দরজা বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দমকল বিভাগের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
দেখুন সেই অগ্নিকাণ্ডের ভয়ানক চিত্র। মানুষ কেমন দিশেহারা। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণ করতে জীবন-মৃত্যু হাতে করে অভিযানে নামে দমকল বিভাগ দেবাশীষ বর্ধনের নেতৃত্বে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লকডাউন চলায় ঢাকার এই বিখ্যাত কারখানায় এমনিতেই কম সংখ্যক কর্মী নিয়ে কাজ চলছিল। তারপর বিকেলের দিকে হঠাৎ আগুন লাগতেই কর্মীরা দিশেহারা হয়ে পড়েন। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গিয়ে দেখেন ছাদের দরজা বন্ধ। ঠিক এখানেই নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যে দমকল বিভাগের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য। কারখানা চত্বরে রয়েছে শুধুই এখন স্বজন হারানোর আর্তনাদ আর দিশেহারা উৎকণ্ঠা।
ঋদি হক, ঢাকা
বিজনেস প্রাইম নিউজ