Daily

মানস চৌধুরী , সল্টলেকঃ সোমবার সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশের বস্তিতে আগুন।ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন আসে । এখানে
প্রায় ৮০ টির মতো ঝুপড়ি রয়েছে , এর মধ্যে ৫০ টির মত ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দম কলের তৎপরতায় ত্রিশটি বাড়ি বাঁচানো সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে জানা গেছে । আগুনের খবর পাওয়া মাত্র প্রথমে
দমকলের 3 টি ইন্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় ইঞ্জিন আর সংখ্যা বাড়ানো হয় । 10 টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করে ও আগুন ই নিয়ন্ত্রণ আসে । ঘটনাস্থলে ছুটে আসেন সুজিত বসু তিনি সমস্ত ঘটনাটি তদারকি করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় সে চেষ্টা করবেন বলে তিনি জানান। কি কারনে এই আগুন সেটা এখনো জানা যায়নি, তবে জিনিসপত্র ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।