Daily

এ এক নতুন সকাল। রোগমুক্ত সকাল। দীর্ঘ ছয় বছর ধরে রোগের আঁতুড়ঘর হয়েছিল ৩২ বছরের আনোয়ারের শরীর। আর নয়। সমস্ত রোগের অবসান ঘটিয়ে বারাসাত হাসপাতালের সহযোগিতায় নবজন্ম হলো তার।
গত ১১ বছর সাদিক আনোয়ারের ঠিকানা ছিল নিউটাউনের একটি হোম। গত ৬ বছর ধরে বহন করছিল রক্তাল পালোকাস নামক রোগের রোগ-যন্ত্রণা। হোম কর্তৃপক্ষ একাধিক জায়গায় চিকিৎসা করার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু কেউ সমাধান করতে পারেননি। অবশেষে সোমবার বারাসাত হাসপাতালের সহযোগীতায় রোগ এবং ভোগ দুইয়েরই অবসান ঘটে।
বারাসাত হাসপাতাল সুপার সুব্রত মন্ডল জানান, মলদ্বারে কঠিন সমস্যার জন্য যন্ত্রণায় ভুগছিল ওই যুবক। প্রয়োজন ছিল অস্ত্রোপচারের তাও অতি শীঘ্রই। ইতিমধ্যেই দ্রুততার সাথে চারজনের একটি মেডিকেল টিম গঠন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৫ ই জুন অনাথ যুবককে ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। চলতে থাকে চিকিৎসা। ডাঃ রবিন মুখার্জী নেতৃত্বে অস্ত্রোপচার সফল হয়। সম্পূর্ণ সুস্থ আছে আনোয়ার। নতুন জীবন দানে,আনন্দিত ডাক্তার, আনন্দিত গোটা হাসপাতাল। সাফল্য গোটা চিকিৎসাব্যবস্থার।
বিক্রম লাহা, উত্তর ২৪ পরগনা