Market

ভাবছেন শহরে নিজের জন্য একটা ছোট বাড়ি কিনবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য রইল সুখবর।শহরাঞ্চলে ছোট আবাসন কেনার জন্য মোদী সরকার ক্রেতাদের ভর্তুকিতে হোমলোন দেবার প্রকল্প নিয়ে আসছে যা হয়ত খুব শীঘ্রই চালু হবে। এই প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। এর আগেও ২০১৭-২২ পর্যন্ত কেন্দ্র সরকার শহরের কম আয়ের পরিবারগুলোকে হোমলোনে ভর্তুকি দিয়েছে এবং তাতে উপকৃতও হয়েছে বহু মানুষ।
এই বছর ১৫ আগস্ট প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে শহরের মধ্যবিত্ত শ্রেনী যাতে সহজে হোমলোন পেতে পারে তার জন্য সরকার আগামী দিনে এক নতুন প্রকল্প নিয়ে আসবে। শহরে যারা ভাড়াবাড়ি, বস্তি বা বেআইনি কলোনি তে থাকে তারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।প্রকল্পটি আসলে কী? কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে?
জনৈক সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, ৫০ লক্ষ টাকার কম ২০ বছর মেয়াদের হোমলোন নেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। লোন শোধ করতে বার্ষিক সুদের ওপর ৩-৬.৫% ভর্তুকি দেবে সরকার। সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হবে ৯ লক্ষ টাকা। এই প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানান যে যিনি লোন নেবেন তার হাউজিং লোন অ্যাকাউন্টে ভরতুকির টাকা অগ্রিম দিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান যে, শহরে যাদের আয় কম এমন প্রায় ২৫ লক্ষ হোমলোন আবেদনকারী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। এই প্রকল্পে ঋণের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাঙ্কগুলিকে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বছরের শেষে বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন এবং আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই প্রকল্প নিয়ে আসছে কেন্দ্রের এনডিএ সরকার। এই ভাবেই হয়ত নিম্ন ও মধ্যবিত্তদের মন জয় করতে চাইছে সরকার। সূত্রের খবর অনুসারে এই প্রকল্প চলবে ২০২৮ পর্যন্ত। তবে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে প্রয়োজন কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ