Market

ক্রমশই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। আগুন ঝড়া পেট্রোল-ডিজেলের চেয়ে বৈদ্যুতিক গাড়ির দিকেই অনেক ক্রেতা ঝুঁকছেন। কেন্দ্রের তরফ থেকেও ছিল নিরন্তর উৎসাহ। এবার ফেম-২ প্রকল্পে দু’চাকার গাড়ির ভর্তুকি ৫০% বাড়ানোর কথা ঘোষণা করলে কেন্দ্র। যার ফলে একধাক্কায় কমতে পারে বৈদ্যুতিক গাড়ির দাম। পাল্লা দিয়ে বাড়তে পারে বিক্রি। মনে করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বিক্রি পৌঁছতে পারে ৬০ লক্ষে।
পেট্রোল-ডিজেলের যেরকম আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে রীতিমত ধাক্কা খেতে পারে পেট্রোল-ডিজেল চালিত গাড়ি। পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। যে কারণে এগিয়ে আসতে পারে অনেক দেশীয় স্টার্ট আপ সংস্থা। কারণ অতিমারি পরিস্থিতিতে গাড়ির বাজার ধাক্কা খেলেও বিক্রি অব্যাহত থেকেছে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে। যা নিঃসন্দেহে আশাপ্রদ।
ব্যুরো রিপোর্ট