Daily

৫০ বছর পর আবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে আমেরিকা। চন্দ্রযান পাঠানোর তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এই গোটা অভিযানের এক বড় দায়িত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা ইঞ্জিনিয়ার- সুবাসিনী আইয়ার।
কোয়েম্বাটোরে জন্ম আমাদের দেশের মেয়েটি নাসার এই গোটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে গত দু’বছর ধরে।
নাসা তাদের এই চন্দ্রাভিযানের নাম দিয়েছে আর্টেমিস লুনার এক্সপ্লোরেশন। এই গোটা প্রোগ্রামে ব্যবহার করা হচ্ছে একেবারে নয়া প্রযুক্তি। এই অভিযান চালিয়ে, নাসা চেষ্টা করবে চাঁদ থেকে অনাবিষ্কৃত তথ্য উদ্ধার করার।
উল্লেখ্য, আর্টেমিস ১ মিশনে স্পেস লঞ্চ সিস্টেম এবং ওরিয়নকে পাঠানো হবে মহাকাশে। থাকবেন না কোন মহাকাশচারী। আর আর্টেমিস ২ মিশনে মহাকাশচারী নিয়ে চাঁদের দিকে ছুটবে মহাকাশযান। এবং ২০২৪ সালের মধ্যেই আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদের বুকে পা রাখবেন মহাকাশচারী। আর সেই প্রোগ্রামের গুরু দায়িত্বই এখন সুবাসিনীর কাঁধে।
ব্যুরো রিপোর্ট