Jobs

ছোটো থেকে পুলিশ হওয়ার স্বপ্ন? আপনার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। কলকাতা পুলিশে সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর পদে ১৬৯ জন লোক নিচ্ছে।
১) সাব-ইন্সপেক্টর পদের জন্য
ছেলেদের ক্ষেত্রে শরীরের মাপ হতে হবে-
লম্বা-১৬৭ সেমি, ওজন- অন্তত ৫৬ কেজি এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৪ সেমি ও ৫ সেমি প্রসারণ ক্ষমতাযুক্ত।
মেয়ে সাব-ইন্সপেক্টর পদের জন্য শরীরের মাপ হতে হবে-
লম্বা-অন্তত ১৬০ সেমি, ওজন- অন্তত ৪৯ কেজি
২) সার্জেন্ট পদের জন্য ছেলেদের ক্ষেত্রে শারীরিক মাপজোখ –
লম্বা-১৭৩ সেমি, ওজন- অন্তত ৬০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে। এই পদ মহিলাদের জন্য নয়।উপরিউক্ত সব কটি পদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে সরকারি স্বাস্থ সংক্রান্ত নির্দেশ অনুযায়ী।
মূল বেতনঃ ৩২১০০ থেকে ৮২৯০০ টাকা ।
প্রার্থী বাছাই হবে ৪টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা। তাতে পাশ করলে শারীরিক মেজারমেন্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা। তারপর ফাইনাল লিখিত পরীক্ষা। সবশেসে ৩০ নম্বরের পারসোনালিটি টেস্ট।
২৯ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণ করতে অসুবিধা হলে যোগাযোগ করুণ এই নম্বরে- (০৩৩)-২৩৩৭১৪০২।আরও বিস্তারিত জানতে ক্লিক করুণ এই লিঙ্কে www.wbpolice.gov.in এবং www.kolkatapolice.gov.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ