Daily
দীর্ঘ দেড় বছর পরে রাজ্য জুড়ে চালু হয়েছে স্কুল। এর মধ্যেই নতুন করে অশান্তির পারদ চরল পূর্ব মেদিনীপুরে। ক্লাস বন্ধ রেখে স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন পড়ুয়া, অভিভাবক সহ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরীর এক নম্বর ব্লকের টিকাশী উত্তর কলমদান বাসুলী বিদ্যায়তনে।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ৭ বছর ধরে বারবার জানিয়েও স্কুলের কোনরকম মেরামতি হয়নি। ক্লাসগুলির অবস্থাও প্রায় ভগ্নপ্রায়। পড়ুয়াদের ক্লাস করতে হয় কখনো ভাঙা টিনের ছাউনির নিচে আর কখনো বা মাঠে বসে।
অভিযোগ, বারবার ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি। তাই বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়া থেকে অভিভাবক সহ গ্রামবাসীরা। শিক্ষা দফতরের থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর