Trending
ক্রেডিট কার্ডের ঋণ জটিলতায় বিপাকে ছাত্ররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, যার দরুণ কিছুটা হোঁচট খেল বলাই যায়। কারণ মমতার মগজপ্রসূত এই প্রকল্প প্রচুর প্রশংসা কুড়িয়ে নিলেও বাস্তবে দেখা যাচ্ছে, ঋণ পেতেই বিস্তর জটিলতার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। তাঁদের অভিযোগ, আবেদন জানানোর অনেকেই জটিলতার কারণে পাচ্ছেন না ঋণ। এমনকি বেসরকারি কলেজের নাম ওয়েবসাইটেও উল্লেখ করা যাচ্ছে না বলে জানানো হয়েছে।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেকোন বিষয়ে ঋণ নিতে গেলে কলেজে ভর্তি হওয়ার প্রমাণপত্র বা রসিদ দেখাতে বলা হচ্ছে। এখন প্রশ্ন তৈরি হচ্ছে, ছাত্রছাত্রীরা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কলেজে ভর্তি হবেনই বা কি করে? এখন এই সমস্যার মুখোমুখি হয়েছেন ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ছাত্র-ছাত্রীরা উচ্চ-শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ পাবেন। চাকরি পাওয়ার পর ১৫ বছর পর্যন্ত সময়সীমা পাওয়া যাবে। দেশ, বিদেশের বহু বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনো করার ক্ষেত্রে আর যাই হোক অর্থ প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। এখন দেখার মুখ্যমন্ত্রী এই জটিলতার সরলীকরণ কিভাবে করেন।
ব্যুরো রিপোর্ট