Daily

অতিমারির জেরে একের পর এক রাজ্যে জারি হয়েছে লকডাউন, বিধিনিষেধ। ফলে বাতিল হয়েছে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই মুহূর্তে দেশে করোনার গ্রাফ কিছুটা নিচের দিকে নামতে শুরু করলেও আবারও তৃতীয় ঢেউ উদ্বেগ বাড়িয়ে তুলেছে সরকারের। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি আদৌ হবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরীক্ষার্থীদের মনেও সেই সংশয় এখনও দূর হয়নি। যার মধ্যে অন্যতম ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং নিট পিজি পরীক্ষা। তবে স্নাতকোত্তর স্তরে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে কোনরকম চূড়ান্ত সিদ্ধান্ত জানান হয়নি। এদিকে পরীক্ষার দিন এগিয়ে আসার কারণে চিন্তা বাড়ছে পরীক্ষার্থীদের মনে। ফলে এখনও পর্যন্ত না হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, না হয়েছে পরীক্ষার ফর্ম বিলি।
পরীক্ষা হবার কোন ইঙ্গিত না পেয়ে পরীক্ষার্থীদের মনে জমা হয়েছে অসন্তোষ। পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ। এমনকি টুইটারের মাধ্যমে একটি অনলাইন আন্দোলন সংগঠিত করার চেষ্টাও চলছে। নিট ইউজি পরীক্ষাটি আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আগে এনটিএ মারফত ঘোষণা করা হয়েছিল যে ১১টি ভাষায় খাতায় কলমে এই পরীক্ষা নেওয়া হবে আগামী ১ অগাস্ট। কিন্তু পরীক্ষার মাত্র ৫০ দিন বাকি থাকলেও সেই সংক্রান্ত কোনরকম বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এনটিএ। ফলে সবমিলিয়ে ছাত্রছাত্রীদের মনে তৈরি হয়েছে সংশয়, অনিশ্চয়তা।
ব্যুরো রিপোর্ট