Daily
কোন ছাত্র চায় না নিজের স্বপ্নপূরণ করতে? বাড়ি বলতে এক চিলতে টালির ছাদ আর মাটির দেওয়াল। দারিদ্র্য ছড়িয়ে আছে এই ঘরের প্রতিটি কোণে। তবু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের সনৎ মন্ডল। বাবা কাজ করেন একটি কারখানায়। মা সাধারণ গৃহবধূ। কিন্তু ডাক্তারি পড়ার জন্য তো বড় খরচের ধাক্কা। আদৌ কি পড়াশুনো শেষ করতে পারবেন তিনি? এমন সময় কলেজের এক সিনিয়রের মাধ্যমে কোচবিহারের মেখলিগঞ্জের পঞ্চপাণ্ডব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কথা হয় সনতের। অবশেষে বাধা পড়েনি স্বপ্নপূরণে।
সংস্থাটি সনতের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ডাক্তারি পড়া নিয়ে যাতে কোনও অসুবিধা না হয় সেই খেয়ালও রাখে সংস্থাটি। বর্তমানে সনৎ ডায়মন্ড হারবার গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক হিসাবে কাজে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠা লাভ করেছেন জীবনে।