Daily

করোনা বিধি মানলে তবেই হকারি করা যাবে ট্রেনে, সাফ বার্তা রেলের। কিছুদিন আগে অভিযোগ ওঠে যে ট্রেনে যে হকাররা উঠছেন তারা মোটেই করোনা বিধি মানে না। মাস্ক পড়া তো দূর, হাত জীবাণুমুক্ত পর্যন্ত করেন না। আর তাই তাদের অভিযোগের ভিত্তিতেই কড়া হলো রেল।
রেলের তরফ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, যেসব হকাররা করোনা বিধি মানছেন না, তাদের জন্য কঠিন হতে রেল দুবার ভাববে না। এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালানো হয়নি। তবে, বেড়েছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। আর তার জেরেই বেড়েছে হকারের সংখ্যাও। এখন তারা যদি করোনা বিধি না মানে, তবে ট্রেনের কামরায় থাকা শত শত মানুষ করোনা আক্রান্ত হবার সম্ভাবনা থেকেই যায়। এবিষয়ে কোনোরকম আপোষ করবে না রেল। যার জেরে এই বার্তা দিলো রেল।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চেকিং। নিরাপত্তা রক্ষীবাহিনীরা ট্রেনের কামরায় উঠে দেখছেন আদৌ হকাররা করোনা বিধি মানছেন কিনা। এছাড়াও নানা ধরণের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে রেল।
ব্যুরো রিপোর্ট