Daily

বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যে বেলায়। এই দিন চাঁদ লালচে বর্ণ ধারণ করে বলেই চাঁদের নামকরণ হয়েছে স্ট্রবেরি মুন। অন্যান্য দিনের তুলনায় আজ চাঁদকে প্রায় ১২% বড় দেখাবে। কিন্তু স্ট্রবেরি মুন কেন?
বলা হয়, আজকের দিন থেকেই মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরু করে স্ট্রবেরি চাষ করে। তাই চাঁদের এমন নামকরণ। পৃথিবীর বিভিন্ন এলাকায় স্ট্রবেরি মুনের একেকরকম নাম রয়েছে। বৃহস্পতিবার রাত ১১:১৫ থেকে রাত ০২:৩৫ মিনিট পর্যন্ত ধরা পড়বে চাঁদের এই রূপ। চন্দ্রগ্রহণের সময় সূর্যের সাত রঙের মধ্যে লাল রঙটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছয়। আর সেই কারণেই চাঁদের রং লাল দেখায়। তবে আজ গ্রহণ না থাকলেও চাঁদ আকাশে ধরা দেবে লালচে রং নিয়েই। ফলে মানুষের আগ্রহ তৈরি হয়েছে অনেকটা বেশি। যদিও ভারতীয় উপমহাদেশ থেকে এই চাঁদ দেখার সম্ভাবনা অনেকটাই কম।
ব্যুরো রিপোর্ট