Share Market
বর্ষা আসছে। বর্ষা আসার কারণে গ্রামীণ অর্থনীতিতে ভালোরকম বুম লক্ষ্য করা যেতে পারে। মার্কেট এক্সপার্টরা মনে করছেন, ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি, এগ্রিকালচার, অটোমোবাইল সেক্টরে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। এমনকি ট্র্যাক্টর, দু’চাকার গাড়ি তৈরির কোম্পানিগুলো ভালোরকম লাভবান হতে পারে। ফলে শেয়ার বাজারে এই সেক্টরের সঙ্গে যুক্ত স্টকগুলি ইনভেস্টরদের কাছে দারুণ আকর্ষণের হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তাই নজর রাখতে পারেন বিশেষ কয়েকটি স্টকে। সেগুলো কী কী বলব।
হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, ডাবর, হিরো মোটোকর্প, ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড, শপার্স স্টপের মত সংস্থাগুলি ভালোরকম চাহিদা পূরণে নেমে পড়বে। তাই এই সকল কোম্পানির স্টকে বিনিয়োগের সেরা সময় এখন বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে বলা হচ্ছে ইউরেকা ফোর্বস, গোদরেজ কনজিউমার, আইটিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং ডিএলএফের স্টকগুলো আগামী দিনে দুর্দান্ত লাভ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
এখানেই জানিয়ে রাখি, বর্ষার মরশুম শুরু হয়ে গেলে সেটা গ্রামীণ অর্থনীতিকে নানা দিক থেকে পুনরুজ্জীবিত করে। ফলে গ্রামীণ এলাকায় বিভিন্ন সেক্টরগুলো ভালোরকম উপকৃত হয়। কারণ গ্রামে খাদ্য উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত কার্যত লক্ষ্য করা যায়। আর পুরোটাই খুব ইতিবাচক ভাবে লক্ষ্য করা যায়। এদিকে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হলে চাহিদা দ্রুত বৃদ্ধি পাবার সম্ভাবনা দেখা যায়। ফলে কমে আসে মুদ্রাস্ফীতির হার। তাই এই সময় যদি গ্রামীণ অর্থনীতি কোন কোন সেক্টরে চাঙ্গা থাকে সেদিকে নজর দেওয়া যায়, তাহলে ভালোরকম লাভের অঙ্ক ঘরে তোলা সম্ভব হবে। কারণ এই সময় এই ধরণের খাতগুলোয় ইতিবাচক ইঙ্গিত আমরা লক্ষ্য করতে পাড়ি। তবে একটা বিষয়, খেয়াল রাখবেন, শেয়ার মার্কেট প্রবল অস্থিরতার একটি জায়গা। বিশেষজ্ঞের পরামর্শ মেনে না চললে ক্ষতি হবার সম্ভাবনা প্রবল। বিজনেস প্রাইম নিউজ কোনভাবেই আপনাদের এই শেয়ারগুলি কেনার পরামর্শ দেয় না। শুধু তথ্য শেয়ার করে মাত্র। তাই বিনিয়োগ করার আগে পরামর্শ করে নিন আপনার ফিনানশিয়াল অ্যাডভাইজারের সঙ্গে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ