Market
আজ দিনের শুরুতেই ইতিবাচক ইঙ্গিত দিলো শেয়ার বাজার। সূচকে সবুজ সংকেত নিয়ে ফের ঘুরে দাঁড়ালো দালাল স্ট্রিট। সেনসেক্স এবং নিফটির তেজি ভাবে স্বস্তি মার্কেটে। একইসাথে গ্যাপ আপ ওপেনিং আজকের লেনদেনের শুভ সংকেত দিতে পারে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার বাজারে শেয়ারে ভালো খেলা হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। আগামী সপ্তাহেই সাধারণ বাজেট। তার আগে শেয়ারের এই তেজি ভাব গুরুত্বপূর্ণ হবে ব্যবসার ক্ষেত্রে। নিফটির ৫০ টি শেয়ারের মধ্যে ৪৮ টিরই তেজি ভাব স্বস্তি এনেছে বিনিয়োগকারীদের মধ্যে। বাজার খুলতেই সোজা ৯৮ পয়েন্ট উঠে নিফটি পৌঁছয় ১৭,২০৮ অঙ্কে। আর লেনদেন শুরু হতেই ব্যাংক নিফটিও পৌঁছয় ৩৮,২০০র ঘরে। ওদিকে সেনসেক্সের সূচক ৫৫০ পয়েন্ট বেড়ে ছাড়িয়েছে ৫৭,৮০০র ঘর।
ভারতী এয়ারটেল, টাটা স্টিল, ওএনজিসির শেয়ারগুলিতে তেজিভাব লক্ষ্য করা যায়। নিফটিতে নিম্নমুখী ছিল এইচডিএফসির শেয়ার।
ব্যুরো রিপোর্ট