Daily

আরও একবার করোনায় জেরবার দালাল স্ট্রিট। ধসের মুখে শেয়ার বাজারের দুই স্তম্ভ। করোনা ভাইরাসের নতুন টিকা প্রতিরোধী স্ট্রেনের হদিশ মেলার কারণে সেনসেক্স আর নিফটিতে এই পতন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
শুক্রবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়লো সেনসেক্স। এক ধাক্কায় ১৪০০ পয়েন্ট পতন দেখেছে সেনসেক্সের সূচক। একইসাথে পতন হয়েছে নিফটিতে। ১৭০০ পয়েন্ট পতন দেখেছে নিফটি। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় বিনিয়োগকারীরা সুরক্ষিত বন্ডের দিকে ঝুঁকতে শুরু করেছে। ফলে ইয়েন ও ডলারের দাম পড়তে শুরু করেছে। এর সরাসরি প্রভাব পড়ে এশিয়ার শেয়ার বাজারে। এবার তার আঁচ অনুভব করলো ভারতীয় শেয়ার বাজারও।
এদিন বাজার খোলার পর বিএসই সেনসেক্সে ব্যাপক পতন লক্ষ্য করা যায়। সেনসেক্স ১,৪০৮ পয়েন্ট পড়ে পৌঁছয় ৫৭,৩১৫ পয়েন্টে। অন্যদিকে এনএসই-র নিফটি-তেও ২.৪৩ শতাংশ ধস নামে। এখন বাজারের এই টালমাটাল অবস্থায় মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। এক লহমায় লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েন শেয়ার ব্যাবসায়ীরা। এখন সব ঝুঁকি কাটিয়ে ফের কবে ছন্দে ফেরে শেয়ার বাজার, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট