Daily

রাজ্যে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল এসটিএফ
রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল ২ সন্ধেহভাজন
উদ্ধার ১৩ কেজিরও বেশি বিস্ফোরক, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২ টি ম্যাগজিন
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ টেকনো সিটি থানার সাপুরজি বাস টার্মিনালের সামনে থেকে গ্রেপ্তার করে দুই সন্দেহভাজনকে। এই ঘটনায় ধৃত জামির শেখ ও মহম্মদ শাকিলকে বারাসাত আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এই বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় এসটিএফ। কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা সেটাই জানাই এখন এসটিএফের মূল লক্ষ্য বলে সূত্রের খবর।
বিক্রম লাহা
বিজনেস প্রাইম নিউজ