Daily

বাংলা কি তবে জঙ্গিদের চারণভূমি হয়ে উঠছিল? যেভাবে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে তারপর যেন এই প্রশ্নটাই আরও বেশি করে চাগাড় দিয়ে উঠছে। হরিদেবপুরের পর এবার বারাসাত। জেএমবি জঙ্গি সন্দেহে এসটিএফের জালে গ্রেফতার আবারও একজন। ধৃতের নাম লালু ওরফে রাহুল সেন। জানা গিয়েছে, বারাসাতের বাসিন্দা ধৃত লালুর সঙ্গে জেএমবি জঙ্গি নাজিউরের যথেষ্ট ঘনিষ্ঠতার রয়েছে।
সূত্রের খবর, জঙ্গিদের জন্য ভুয়ো পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড বানাত রাহুল। এমনকি জেএমবি জঙ্গিদের লজিস্টিক সাপ্লাই করার কাজও করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ধৃত রাহুলের শ্বশুরবাড়ি বাংলাদেশ। ফলে বাংলাদেশে যাতায়াত তার ছিলই। কিন্তু রাহুলের এই কুকীর্তির কথা পরিবার জানত না।
হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গিদের জেরা করার পর বারাসাত থেকে খোঁজ পাওয়া যায় রাহুলের। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটো ল্যাপটপ, আই প্যাড, মোবাইল ফোন এবং সন্দেহজনক নথি।
অঙ্কিত মুখার্জী, বারাসাত