Daily

স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ায় বিপুল নিয়োগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থা ভিলাই স্টিল প্ল্যান্ট এবং চন্দ্রপুর ফেরো অ্যালয় প্ল্যান্ট এবং সালেম স্টিল প্ল্যান্টে নিয়োগ করা হবে। মূলত অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, সার্ভেয়র, ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এইচ ডি ভি, মাইনিং মেট এবং ব্লাস্টার পদে এই নিয়োগ চলছে। নেওয়া হবে ২২৬ জন ছেলেমেয়েকে।
অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনিঃ
পলিটেকনিক কলেজ থেকে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল, পাওয়ার প্ল্যান্ট, প্রোডাকশন এবং ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নম্বর থাকতে হবে ৫০% মতন।
মাইনেঃ ২৬,৬০০ টাকা- ৩৮,৯২০ টাকা
শূন্যপদঃ ৪৩
অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানঃ
যারা মাধ্যমিক পাশ করেছেন এবং আইটিআই থেকে বয়লার অপারেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স করেছেন তাঁরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
মাইনেঃ ২৫,০৭০ টাকা-৩৫,০৭০ টাকা
শূন্যপদঃ ২৩
সার্ভেয়রঃ
মাইনিং বা মাইনিং অ্যান্ড মাইন্স সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের কোর্স, সঙ্গে মাইন্স ফোরম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি কোর্স করা থাকলে আবেদন জানাতে পারবেন।
মাইনেঃ ২৬,৬০০ টাকা-৩৮,৯২০ টাকা
শূন্যপদঃ ৪
ফায়ারম্যান কাম ফায়ার ইঞ্জিন ড্রাইভারঃ
ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। সঙ্গে থাকতে হবে গাড়ি চালানোর ১ বছরের অভিজ্ঞতা।
মাইনেঃ ২৫,০৭০ টাকা- ৩৫,০৭০ টাকা
শূন্যপদঃ ৮
মাইনিং মেটঃ
মাইনিং মেট কম্পিটেন্সি সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে এবং মাইনিং মেটে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন।
মাইনেঃ ২৫,০৭০ টাকা-৩৫,০৭০ টাকা
শূন্যপদঃ ১৭
ব্লাস্টারঃ
ব্লাস্টার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এবং পোস্ট কোয়ালিফিকেশনের যোগ্যতা থাকলে এবং মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
মাইনেঃ ২৫,০৭০ টাকা-৩৫,০৭০ টাকা
শূন্যপদঃ ১৭
দরখাস্ত করতে পারবেন অনলাইনে। অনলাইনে দরখাস্ত জানানো হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানার জন্য নজর রাখুনঃ
www.sail.co.in ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ