Market

বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে রাজ্য এবার রপ্তানি বাণিজ্যর ওপরই গুরুত্ব দিতে চায়। সেই কারণে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বাইশটি জিওগ্রাফিক্যাল ইনডিকেশন কে নির্দিষ্ট করা হয়েছে। এই ব্যাপারে সব রকম আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।
পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন নিগম ও ইন্ডিয়ান ইন্সটিটিউট ফরেন ট্রেড একত্রে ফেসিলিটেশন সেন্টার তৈরি করেছে। এই সংক্রান্ত ডেডিকেটেড পোর্টালও তৈরি হয়েছে। রপ্তানি বাণিজ্যকে আরও শক্তিশালী করতে এই পোর্টালের মাধ্যমে সবরকম সহযোগিতা পাওয়া যাবে।
রাজ্য এর মধ্যেই নতুন শিল্প এবং অর্থনৈতিক করিডর নীতি ঘোষণা করেছে। যার প্রথম ধাপ হিসেবে দক্ষিণবঙ্গে তিনটি করিডর তৈরির কাজ শুরু করেছে রাজ্য। এই ব্যাপারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উৎসাহ দেখিয়েছে। প্রস্তাব আছে উত্তরবঙ্গেও ৬৩৯ কিলোমিটার করিডর তৈরির।
শুক্রবারে নবান্নতে এক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি জানিয়েছেন যে সরকারের ‘নয়া রপ্তানি নীতি ২০২৩’ এখন শুধু মন্ত্রীসভায় পাস হবার অপেক্ষায়। রাজ্যের নতুন রপ্তানি নীতির উদ্দেশ্যই হল দেশের বিনিয়োগকারী এবং রপ্তানিকারকদের উৎসাহিত করা যাতে রাজ্যে বিনিয়োগ বৃদ্ধি পায় ও রাজ্যের অর্থনীতি আরও মজবুত হয়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ