Daily

আবাসন দপ্তরের দায়িত্বভার কাঁধে তুলেই একগুচ্ছের পরিকল্পনা নিলেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে কত তাড়াতাড়ি পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা যায়, সেই দিকেও কড়া নজর দেবেন বলে জানিয়েছেন আবাসন মন্ত্রী। তাঁর পরিকল্পনার অন্যতম মাস্টার স্ট্রোক হতে পারে পরিযায়ী শ্রমিকদের পৃথক আবাসন তৈরির ভাবনা।
মন্ত্রী জানিয়েছেন, এই রাজ্যে পরিযায়ী শ্রমিকরা এলে তাঁদের ঝুপড়িতে বা রাস্তার ধারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হয়। তাই আবাসন দপ্তর থেকে তাঁদের জন্য তৈরি করা হবে আলাদা আবাসন। তার জন্য ইতিমধ্যেই রেল মন্ত্রক এবং বন্দর কর্তৃপক্ষের কাছে জমিও চেয়েছে রাজ্য সরকার। এই আবাসনগুলি ভাড়া দেওয়া হবে ঠিকাদারি সংস্থাকে। তারা শ্রমিকদের আবাসনে রাখবে। তারপর কাজ মিটে গেলে সেগুলো তুলে দেবে আবাসন মন্ত্রকের হাতে। এছাড়াও জোর দেওয়া হবে বাংলার বাড়ি এবং নিজগৃহ নামে রাজ্য সরকারের দুটি প্রকল্পে।
মানস চৌধুরি, কলকাতা