Daily

পরিবহন খাতে কর মুকুবের কথা ঘোষণা করলো রাজ্য সরকার। মালবাহী গাড়ি থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি হোক অথবা আপনার ব্যক্তিগত গাড়ি, মোটর ভেহিকেল ট্যাক্স সহ অতিরিক্ত করের ক্ষেত্রে ছাড় পাবেন প্রত্যেকেই।
গত মঙ্গলবার, পরিবহন দপ্তর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, যারা আগের বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কর দিয়েছিলেন তারা এইবছর কর ছাড় পাবেন। আর যারা এই বছর কর সম্পূর্ণ মিটিয়ে দিয়েছেন, তারা সেই ছাড় পরের বছর পাবেন। যদিও রাজ্যের তরফে পূর্বেও এমন ধরনের ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টমহলের ব্যক্তিরা।
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ যেখানে দিন দিন বাড়ছিল, সেখানে করের ক্ষেত্রে ছাড় পাওয়ায় বেশ খুশি আমজনতা।
ব্যুরো রিপোর্ট