Daily

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পরিচালিত পশ্চিমবঙ্গ আয়ুষ সমিতির অধীনে বিভিন্ন স্টেট প্রোগ্রাম এবং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে মহিলা এবং পুরুষ উভয় কর্মীরাই আবেদন করতে পারবেন।
সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনানোনহতেছে যে আবেদন করা যাবে অনলাইনে। www.wbhealth.gov.in ওয়েবসাইটে গেলে আবেদন সংক্রান্ত বিবৃতি এবং আবেদনপত্র পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১৫ নভেম্বর। আর আবেদনপত্র ভর্তির শেষ তারিখ ২০ নভেম্বর। আবেদন ফি ১০০ টাকা।
চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস ম্যানেজার সহ একাধিক পদে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। তবে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি যে পদে আবেদন করতে চান সেই বিষয়ে নির্দিষ্ট যোগ্যতা যেমন পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি থাকতে হবে। কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে মনে রাখা জরুরি, প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ -এর মধ্যে।
ব্যুরো রিপোর্ট